হাথুরুসিংহের যাওয়াটা এখনো ‘কনফার্ম’ নয় বললেন মাশরাফি

  15-11-2017 05:05PM

পিএনএস ডেস্ক : পদত্যাগপত্র জমা দিলেও হাথুরুসিংহের যাওয়াটা এখনো কনফার্ম নয় বলে মনে করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, তিনি (হাথুরুসিংহ) এসে আলোচনা করে যদি থেকে যান তাহলে এ নিয়ে প্রশ্ন শেষ।

বুধবার রাজধানীর বারিধারায় মাদকবিরোধী এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশি কোচ নিয়োগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, দেশি কোচ নিয়োগ হবে এটা আমি এখনো ক্লিয়ার না। তবে যদি হয়, আমরা সেভাবেই খেলবো। আমরা বিসিবি’র আন্ডারে আছি, বিসিবি কোচের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে আমরা তাই মেনে নেবো। তিনি আরও বলেন, হাথুরুসিংহের যাওয়াটাতো এখনো কনফার্ম নয়। তিনি এসে আলোচনা করে যদি থেকে যান তাহলে এ নিয়ে প্রশ্ন শেষ।

বিসিবির যে কোনো সিদ্ধান্তই প্লেয়াররা মানিয়ে নিতে সক্ষম হবে জানিয়ে বাংলাদেশ দলপতি বলেন, দেশি কোচ এর আগে সরোয়ার ইমরান স্যার ছিলেন, আমি ওনার আন্ডারে খেলেছি। একটা সময় সুজন ভাইও জেমি সিডন্সের সময় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলেন, ওনার আন্ডারেও আমরা খেলেছি। স‍ুতরাং যে সিদ্ধান্তই হোক প্লেয়াররা অবশ্যই মানিয়ে নিতে সক্ষম হবেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন