মুশফিকের সেঞ্চুরি

  15-09-2018 09:02PM

পিএনএস ডেস্ক : এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। বলতে পারেন মালিঙ্গার বোলিং তোপে খাদের কিনারে চলে যাওয়া বাংলাদেশকে টেনে তুলেছেন মুশি। অনেকটা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াইয়ের ভিত গড়ার মতো। তবে বাংলাদেশের রান মেশিন খ্যাত এ ব্যাটসম্যানকে এদিন বেশ ভালো সমর্থন দিয়েছেন মোহাম্মদ মিথুন।

সেঞ্চুরি করার পথে মুশফিক বল খেলেছেন ...টি। তার ইনিংসটি ১টি ছক্কা ও ৬টি চারের মারে সাজানো ছিল।

এদিকে মিথুনের হাফ সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে লড়াইয়ের ন্যূনতম পুঁজি সংগ্রহ করেছে বাংলাদেশ।

এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

আর ১৪তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ের শুরুতেই বড় ধাক্কা খায় মাশরাফি বাহিনী। প্রথম ওভারে লিটন দাস ও সাকিব আল হাসান শূন্যরানে আউট হয়ে সাজঘরে ফিরেন। এরপরই হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়ে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তামিম ইকবাল। ফলে মাত্র ৩ রানের মধ্যে ৩ ব্যাটসম্যান ফিরে যাওয়ায় হোঁচট খেয়েছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:
উপুল থারাঙ্গা, ধনঞ্জয়, কুশল পেরেরা, অ্যাঞ্জেল ম্যাথুস, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, শানাকা, মালিঙ্গা, সুরঙ্গা লাকমাল, অপনসো, দিলরুয়ান পেরেরা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন