বৃষ্টিতে তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত

  27-01-2020 05:20PM

পিএনএস ডেস্ক:পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে বিধ্বস্ত হয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দুপুর তিনটায় মাঠে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টি বাঁধায় খেলা মাঠে গড়ায়নি। পরিত্যক্ত হয়েছে তৃতীয় টি-টোয়েন্টি।

লাহোরে নির্ধারিত সময়েই মাঠে পৌঁছে যায় ক্রিকেটাররা। তবে এর কিছু পরেই শুরু হয় বৃষ্টি। ধীরে ধীরে বাড়তে থাকে বৃষ্টির বেগ। এমতাবস্থায় খেলা শুরু হওয়ার সর্বশেষ সময় (কাট অফ টাইম) নির্ধারণ করা হয়েছিল বিকেল বাংলাদেশ সময় ৫.৩০ মিনিট।

একটানা চলমান বৃষ্টি কাট অফ টাইমের আধা ঘণ্টা আগেও না থামায় ম্যাচ অফিসিয়ালরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।

আজ রাতেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ক্রিকেটাররা দেশে ফিরবেন বলে জানা গেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন