পেলের আরও একটি রেকর্ড ভাঙলেন রোনাল্ডো

  04-01-2021 01:57PM

পিএনএস ডেস্ক : গেল বছরের শেষ দিকে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে পেলের করা ৬৪৩ সর্বোচ্চ গোলের রেকর্ডকে পেছনে ফেলে মেসি করেন ৬৪৪ গোল।

মেসির সেই রেকর্ড ভাঙার দুই সপ্তাহ পার হতে না হতেই পেলের আরও একটি রেকর্ড ভেঙে দিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে পেলের করা ৭৫৭ গোলের রেকর্ড ভাঙলেন সিআর সেভেন।

রোববার রাতে নতুন বছরের প্রথম ম্যাচটি ছিল রোনাল্ডোময়। এদিন উদিনেসের বিপক্ষে জোড়া গোল করেন ৫ বারের ব্যালেন ডিঅর জয়ী। আর এই জোড়া গোল করেই পেলেকে ছাড়িয়ে যান তিনি।

কিংবদন্তি পেলে এ পর্যন্ত করেছেন ৭৫৭ গোল। ক্যারিয়ারে সান্তোস ও নিউইয়র্ক কসমস ক্লাবের হয়ে খেলেছেন পেলে। এ দুই ক্লাবের হয়ে ৬৮০ গোল করেছেন ফুটবলের কালোমানিক। আর জাতীয় দলের জার্সিতে ৭৭ গোল করেন এই কিংবদন্তি।

রোববারের ম্যাচের পর রোনাল্ডোর সব মিলিয়ে গোলসংখ্যা দাঁড়াল ৭৫৮-এ। এর মধ্যে ক্লাবের হয়ে ৬৫৬ এবং জাতীয় দলের হয়ে ১০২টি গোল করেছেন রোনাল্ডো।

আর্জেন্টাইন সুপারস্টার মেসির এ পর্যন্ত অফিসিয়াল গোলসংখ্যা ৭৪২। পেলে ও রোনাল্ডো থেকে কিছুটা পিছিয়ে আছেন তিনি।

তবে এ ক্ষেত্রে একটা বিষয়ে এগিয়ে থাকছেন মেসি। তা হলো- রোনাল্ডোর চেয়ে প্রায় ২০০ ম্যাচ কম খেলে এ রেকর্ড গড়েছেন মেসি।

তথ্যসূত্র: দ্য সান, গিভ মি স্পোর্টস

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন