ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্রেণিকক্ষে গোপনে ২ নারীর লিফলেট বিতরণ

  16-01-2017 10:43PM

পিএনএস, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সন্দেহভাজন দুই নারীর লিফলেট বিতরণের দৃশ্য ধরা পড়ে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায়। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

গত শনিবার জেলার ঈশ্বরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সবাই যখন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রস্তুতিতে তখন নবম শ্রেণির কক্ষে প্রবেশ করে বোরকা পড়া দুই নারীকে দেখা যায়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তারা শিক্ষার্থীদের বইয়ের ভেতরে ও ব্যাগের নিচে লিফলেট রাখছেন। ঘটনাটি টের পেয়ে শিক্ষকরা তাদের ধরতে গেলে কৌশলে পালিয়ে যান ওই দুই নারী।

সে সময় শ্রেণিকক্ষে থাকা এক শিক্ষার্থীর ভাষ্য, “বোরখা পড়া দুই মহিলা আমাদের ক্লাসরুমে ঢুকে বলতেছিল, তোমরাতো জেএসসি পাস করছো, তাই তোমাদের অভিনন্দন জানাতে আসলাম। একথা বলার পর কিছু লিফলেট বইয়ের ভিতর ও ব্যাগের ভিতর রেখে সেগুলো বাড়িতে একা পড়ার জন্য বলে রুম থেকে চলে যায় তারা।”

‘সিরাতুন্নবী (স.) এর ডাক’ ও ‘শিক্ষা সাময়িকী পাঠক ফোরামের পক্ষ থেকে একটি অভিনন্দনপত্র’ নামে দুটি লিফলেট দেয়া হয়। এতে ইসলাম সম্পর্কে নানা কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানবাধিকার লঙ্ঘন, বিশ্বের মুসলিম দেশগুলোর নির্যাতনের কথা লিখা আছে। আছে বাংলাদেশ সরকারবিরোধী নানা বক্তব্যও। সেইসঙ্গে এসব থেকে মুক্তি লাভে, আইন-কানুন, রাজনীতিসহ সব বিষয়ে ইসলামের বিধান অনুযায়ী কাজ করার আহ্বানও জানানো হয়েছে এ লিফলেটে।
সবশেষে প্রচারপত্রে লেখা হয়েছে ‘আবহ ফাউন্ডেশন’।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের অধ্যক্ষ মাহির উদ্দিন তালুকদার বলেন, “নারী জঙ্গিরা লিফলেটগুলো বিতরণ করেছে, এমন সন্দেহে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।”

অপরদিকে, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদরুল আলম খান বলেন, “বিষয়টি জানার পর আমরা এ ঘটনাটি তদন্ত করে দেখছি।”

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন