টেকনাফে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  28-01-2020 07:27PM

পিএনএস ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নাফনদী সীমান্তের আয়ুবের জোড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কণের্ল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেছেন। এসময় ২ বিজিবি ব্যাটালিয়ন অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রুবায়াৎ কবীর উপস্থিত ছিলেন।

বিজিবি অধিনায়ক জানান, সোমবার রাতে টেকনাফ ২ বিজিবির আওতাধীন দমদমিয়া বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নাফনদী সীমান্তে আয়ুবের জোড়া নামক এলাকায় নৌকায় অবস্থান নেয়।

এর কিছুক্ষণ পর তিন জন পাচারকারীকে মিয়ানমার লাল দ্বীপ হতে সাঁতার কেটে বাংলাদেশের আয়ুবের জোড়া খাল এলাকার স্থল সীমানা দিয়ে উঠতে দেখে সন্দেহ হলে নৌকা নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবির সদস্যরা।

এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনটি বস্তা ফেলে অন্ধকারে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত বস্তা থেকে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৮০ লাখ টাকা।

বিজিবির এ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত ইয়ারা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এ গুলো পরবতীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন