পিএনএস ডেস্ক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৮৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (২৭ জুলাই) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় চালানো অভিযানে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় আটকদের কাছ থেকে পাঁচ হাজার ৪৪০ ইয়াবা, ৬৭ গ্রাম হেরোইন, সাত কেজি ৯৪৯ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেনসিডিল ও ১০৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা রুজু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পিএনএস/আলাউদ্দিন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭
28-07-2022 01:13PM
