৫.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে

  04-04-2023 05:46PM

পিএনএস ডেস্ক : মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ২ শতাংশ। তবে আগামী ২০২৩-২৪ অর্থবছরে সেটি বেড়ে গিয়ে ৬ দশমিক ২ শতাংশ হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট-২০২৩ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের বিশ্বব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

বিশ্ববাজারে পণ্যের দাম অনেক বেশি জানিয়ে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদৌলায় সেক বলেন, বাংলাদেশ কোভিডের সময় ভালোভাবে সামাল দিতে পেরেছে। বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। ফলে মূল্যস্ফীতি বেড়ে গেছে। সব কিছু মিলিয়ে চলতি অর্থবছর ৫.২ শতাংশ প্রবৃদ্ধি খারাপ অর্জন হবে না।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন