করোনায় শেকৃবির প্রতিষ্ঠাকালীন উপাচার্যের মৃত্যু

  03-08-2021 02:29PM

পিএনএস ডেস্ক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা (৭১) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

অধ্যাপক মো. শাদাত উল্লা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০০১ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালে তিনি দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়টির ভিসির দায়িত্ব পান।

পারিবারিক সূত্র জানায়, আজ বাদ জোহর কুমিল্লায় তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই শারীরিক জটিলতা নিয়ে তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার ও বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন