রাবি’র ছাত্রত্ব হারানো সেই তরুণ গ্রেপ্তার

  29-06-2022 10:46PM

পিএনএস ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শ্রেণিকক্ষে শিক্ষকের সঙ্গে অশোভন আচরণের কারণে বহিষ্কার হওয়া আশিক উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে মতিহার থানা-পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, বুধবার বিকেলে অভিযুক্ত আশিক উল্লাহকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় সোপর্দ করেছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যম জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, আশিক উল্লাহ ফেসবুকে বিভিন্ন মানহানিকর ও অপত্তিকর পোস্ট করে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে নিয়ে আপত্তিকর মন্তব্য ও তাকে শ্রেণিকক্ষে হেনস্থার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ মামলা করা হয়। ভুক্তভোগী শিক্ষক নিজে বাদী হয়ে এই মামলা করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, আজ সকালে আইন বিভাগের শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করায় বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা ও সিন্ডিকেট কমিটির সুপারিশের প্রেক্ষিতে আশিককে সাময়িক বহিষ্কার করা হয়।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন