অভিনেত্রী সামান্থা মারা গেছেন

  25-05-2023 11:26PM

পিএনএস ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কানাডিয়ান জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী সামান্থা উইনস্টেইন। গত ১৪ মে টরন্টোর প্রিন্সেস মার্গারেট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ২৮ বছর বয়সেই পৃথিবীভ্রমণ শেষ হলো তার।

কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আড়াই বছর আগে সামান্থার ডিম্বাশয়ে ক্যানসার শনাক্ত হয়। অবশেষে ক্যানসারের কাছে হার মানলেন তিনি।

মাত্র ছয় বছর বয়স থেকেই অ্যানিমেটেড টেলিভিশন সিরিজে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়ে আসছিলেন সামান্থা। শিশুশিল্পী হিসেবে ‘বিগ গার্ল’-এ অভিনয় করেছিলেন তিনি। সেই চরিত্রটির জন্য ২০০৬ সালে মাত্র ১০ বছর বয়সে অসামান্য নারী চরিত্রের অবদান হিসেবে অ্যালায়েন্স অব কানাডিয়ান সিনেমা, টেলিভিশন এবং রেডিও আর্টিস্টন (এসিটিআরএ) পুরস্কারে ভূষিত করা হয় তাকে।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেসাস হেনরি ক্রিস্ট’ সিনেমায় অ্যাড্রের চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে ক্যারির রিমেকে হাই স্কুলের শিক্ষার্থী হিদারের চরিত্রে পর্দায় হাজির হন এ অভিনেত্রী।

সংগীতের প্রতিও ভীষণ ভালোলাগা ছিল সামান্থার। টরন্টোভিত্তিক গ্যারেজ রকব্যান্ড কিলার ভার্জিনেসের মূল ভোকাল এবং গিটারিস্ট ছিলেন কানাডিয়ান এ তারকা।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন