পিএনএস ডেস্ক : ঢাকায় ‘মহাসমাবেশ’ করার জন্য বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চেয়েছিল। কিন্তু এ দুটি ভেন্যুর কোনোটি দেয়নি পুলিশ। তাদেরকে গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বুধবার বলেন, বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিতে চান না তারা। এই দুই ভেন্যুতে অনুমতি দিলে জনভোগান্তি এড়ানো সম্ভব হবে না।
তিনি বলেন, তাদের এখনো কোথাও অনুমতি দেওয়া হয়নি। সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে হাইকোর্টের একটা অবজারভেশন আছে। আমরা তাদের গোলাপবাগ মাঠ দেখতে বলেছি। তারা যদি সেখানে সমাবেশ করতে চায়, করতে পারবে।
জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী বুধবার বিকালে জানান, ডিএমপির কেউ তাদের সঙ্গে এখনো এ বিষয়ে কোনো যোগাযোগ করেনি।
গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে 'তারুণ্যের সমাবেশ' করে বিএনপি। সেই সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।
বিএনপির মহাসমাবেশ ঘোষণার পর বায়তুল মোকাররম এলাকায় 'শান্তি সমাবেশে'র ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সংগঠন।
অন্যদিকে, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিএনপির মিত্র দলগুলোও রাজপথে নানা কর্মসূচি নিয়ে থাকছে। চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন এবং এবি পার্টিও কর্মসূচি দিয়েছে।
পিএনএস/এমবিবি
সোহরাওয়ার্দী-পল্টনে মহাসমাবেশের অনুমতি না দেওয়ার কারণ জানাল ডিএমপি
26-07-2023 04:19PM