৭৪ বছর পর দুই ভাইয়ের দেখা

  13-01-2022 08:44PM

পিএনএস ডেস্ক: রাজনৈতিক কারণে ১৯৪৭ সালে ব্রিটিশ ইন্ডিয়া ভেঙে জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা দেশ। দেশভাগের ওই সময়টায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

জীবন বাঁচাতে অনেকে ভারত থেকে পাকিস্তানে। আর পাকিস্তান থেকে ভারতে চলে যান। এতে করে আলাদা হয়ে যায় অনেক পরিবার।

তেমনই দেশভাগের সময় আলাদা হয়ে যান মোহাম্মদ সিদ্দিকি ও হাবিব নামে দুই ভাই। বাবা মায়ের সঙ্গে সিদ্দিকি ও হাবিব থাকতেন ভারতের পাঞ্জাবে। যখন দেশভাগের সময় দেশ পুরো উত্তাল তখন হাবিব মায়ের সঙ্গে নানার বাড়িতে ছিলেন।

আর সিদ্দিকি ছিলেন বাবার বাড়িতে। অবস্থা বেগতিক দেখে বাবার সঙ্গে সিদ্দিকি পাকিস্তানের ফয়সালাবাদে চলে আসেন। সঙ্গে করে মা ও ভাইকে আনতে পারেনি তাদের বাবা। এরপর কেউ কারো খোঁজ জানতে পারেননি।

অবশেষে দীর্ঘ ৭৪ বছর পর দুই ভাই মিলিত হতে পেরেছেন। কারাতারপুর সীমান্ত দিয়ে তাদের দেখা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাদের মিলিত হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

দুই ভাইয়ের মিলনের ভিডিও দেখে ভারত-পাকিস্তান দুই দেশের মানুষই কাঁদছে। টুইটারে অনেকে তাদের আবেগের কথাগুলো বলছেন।

সিদ্দিকি ও হাবিব অব্শ্য একে অপরের খোঁজ পেয়েছিলেন দুই বছর আগে। সে সময় তাদের দেখা করার কথা ছিল। কিন্তু করোনার কারণে সীমান্ত বন্ধ হওয়ায় দুই বছর তাদের অপেক্ষা করতে হয়েছে।

সিদ্দিকী ও হাবিব দুই ভাইকে এক হতে সহায়তা করেছেন কানাডায় বসবাসরত একজন শিখ মানবাধিকার কর্মী।

সূত্র: ডন

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন