বিক্রমাসিংহের সরকারে শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী

  14-05-2022 06:30PM

পিএনএস ডেস্ক : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারের অধীনে চারজন নতুন মন্ত্রী আজ (শনিবার) শপথ নিয়েছেন। প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে তাদের শপথবাক্য পাঠ করান।

ওই চারজনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জিএল পেইরিস। জনপ্রশাসন মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দীনেশ গুনবর্ধনে। প্রসন্ন রানাতুঙ্গা পেয়েছেন নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রীর দায়িত্ব। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কাঞ্চনা উইজেসেকারা।

এর আগে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপাকসে সরকারের গোটা মন্ত্রীসভা পদত্যাগ করার (৪ এপ্রিল) কয়েক ঘণ্টার মধ্যেই শপথ নিয়েছিলেন নতুন যে চার মন্ত্রী তাদের মধ্যে ছিলেন জিএল পেইরিস এবং দীনেশ গুনবর্ধনেও।

জিএল পেইরিস তখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং দীনেশ গুনবর্ধনে শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন