পুলিশকে গালিগালাজ করতে ১২ হাজার বার ফোন! সেই নারী গ্রেফতার

  19-08-2022 09:22PM

পিএনএস ডেস্ক : পুলিশকে গালিগালাজ করতে ১২ হাজার ৫১২ বার ফোন দিয়েছেন এক নারী। তার উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের হয়রানি করা। অবশেষে ঐ নারীকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, সেন্ট পিটার্সবার্গ পুলিশ বিভাগের কর্মকর্তাদের ফোনকল দিয়ে হয়রানি করতেন ৫১ বছর বয়সী কার্লা জেফারসন।

সেন্ট পিটার্সবার্গ পুলিশ জানায়, পুলিশ বিভাগে আসা ১০ শতাংশ ফোনই ছিল ওই নারীর।একদিনে ওই নারী গড়ে ৫১২ বার করে ফোন দিতেন। আদালতের সামনে তার হলফনামায় এ কলগুলোকে অশ্লীল হিসেবে আখ্যায়িত করেছে পুলিশ।

পুলিশের মুখপাত্র ইয়োলান্ডা ফার্নান্দেজ বলেন, ঐ নারী কোনো সেবা চাইতে পুলিশে কল দিতেন না। যে কল ধরতেন তাকে কটূক্তি করতেন এবং শুধু অপমানিত করতেন।

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় জেফারসন এর আগেও গ্রেফতার হয়েছিলেন এবং বেশ কয়েক বছর কারাগারে কাটিয়েছেন বলে পুলিশ জানায়।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন