পুতিন জেনেশুনে নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন: জেলেনস্কি

  25-09-2022 02:25PM




পিএনএস ডেস্ক: ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে রিজার্ভ সৈন্যদের ডেকে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যাদের সামরিক প্রশিক্ষণ আছে তাদের রিজার্ভ সৈন্য হিসেবে তালিকাভুক্ত করার পাশাপাশি রিজার্ভ তালিকায় সাবেক সৈন্যরাও রয়েছেন। এরপরই রাশিয়ায় প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন জেনেশুনে তার নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়া এক ভাষণে একথা বলেন জেলেনস্কি। রবিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় রাশিয়ানদের উদ্দেশে রুশ ভাষায় বক্তব্য দেন জেলেনস্কি। সেখানে রাশিয়ানদের সতর্ক করে তিনি বলেন, তাদের প্রেসিডেন্ট জেনেশুনে ‘রুশ নাগরিকদের মৃত্যুর জন্য (ইউক্রেনে) পাঠাচ্ছেন’।

বক্তব্যে মস্কোর বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন: ‘আপনাদের সঙ্গে সভ্য আচরণ করা হবে... আপনাদের আত্মসমর্পণের পরিস্থিতি কেউ জানবে না’।

পিএনএস/আনোয়ার




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন