দক্ষিণ আফ্রিকায় ভবন ধসে নিহত ৩, আটকা ৫১

  07-05-2024 05:52PM

পিএনএস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জর্জ শহরে নির্মানাধীন একটি বহুতল ভবন ধসে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এখনও ৫১ জন আটকা আছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সোমবার (৬ মে) দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের দক্ষিণ উপকূলীয় শহর জর্জের একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে।

মঙ্গলবার জর্জের পরিষেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভবন ধস থেকে ২৪ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ভবনটিতে ৫১ জন আটকা পড়েছেন।

ভবন ধসের সময় ঘটনাস্থলে ৭৫ জন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছেন ওয়েস্টার্ন কেপ প্রিমিয়ার অ্যালেন উইন্ডি। রয়টার্সের পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সোমবার দুপুরের দিকে ভবনধসে চারদিক ধুলায় মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে।

স্থানীয় কাউন্সিলর থেরেসা জেই ঘটনাস্থলের বিবৃতিতে সাংবাদিককে জানান, আমার চোখের সামনে একজন ভবনটিতে কাজ করছিলেন। এরপর হঠাৎ করে দেখি এক বিকট শব্দে ভবনটি ধসে পড়ল। সেসময় আমিও ঘাবড়ে গিয়েছিলাম।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন