পিএনএস ডেস্ক : জাম্বিয়ার একজন ফুটবল খেলোয়াড় ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পর পুরস্কার হিসেবে পাঁচ ক্রেট ডিম পেয়েছেন।
পাওয়ার ডায়নামোসের সেন্টার ফরোয়ার্ড জাম্বিয়ান ফুটবলার কেনেডি মুসোন্ডা তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই পুরস্কার পান।
দেশটির গণমাধ্যমে বলা হয়, পাওয়ার ডাইনামোস এবং চিরপ্রতিদ্বন্দ্বী এনকানা ফুটবল ক্লাবের মধ্যে কিটওয়ে ডার্বির সময় একমাত্র গোলটি করেছিলেন কেনেডি। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের জন্য তিনটি ডিমের ট্রে তিনি জেতেন। আর, একমাত্র গোলটি করার পুরস্কারস্বরূপ তিনি পান দুই ক্রেট ডিম।
কেনেডি মুসোন্ডাকে ডিমের ক্রেট উপহার দেন এক ক্লাব ভক্ত, যিনি একটি পোল্ট্রি ফার্মের মালিক। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার চলতি মৌসুমে এখন পর্যন্ত তার ক্লাবের হয়ে লিগে ছয়টি গোল করেছেন।
পিএনএস/এমবিবি
জাম্বিয়ায় ম্যাচ সেরার পুরস্কার ডিম!
18-01-2023 04:09PM
