ডিসেম্বরে নতুন পেঁয়াজ আসবে: বাণিজ্য সচিব

  11-10-2021 03:03PM


পিএনএস ডেস্ক: বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ আগামী এক মাস পেঁয়াজ বাজার পরিস্থিতি নাজুক থাকবে বলে জানিয়েছেন। সচিবালয়ে আয়োজিত আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সচিব আরও বলেন, পেঁয়াজের শতকরা ৮০ ভাগ দেশেই উৎপাদন হয়। আর ভারতের ব্যাঙ্গালোরে থেকে ২০ শতাংশ আমদানি হয়। অতি বৃষ্টির কারণে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে। মিয়ানমার থেকে পেঁয়াজ আনার প্রস্তুতি চলছে। দেশে পর্যাপ্ত মজুদ আছে। ডিসেম্বরের দিকে বাজারে নতুন পেঁয়াজ আসবে।

কৃষি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসলে এ পরিস্থিতির পরিবর্তন আসবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন