বিস্ফোরণে দগ্ধ আফরোজার মৃত্যু, হাসপাতালে সংকটাপন্ন স্বামী-সন্তান

  06-12-2022 03:43AM

পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ আফরোজা আক্তার (৩৮) মারা গেছেন। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মৃতের স্বামী ও মেয়ের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ব্যাপারে মৃত আফরোজার ভাই শাহীন প্রধান বলেন, উপজেলার গোদনাইল উত্তরপাড়ার একটি বাড়িতে জসীম উদ্দীন তার স্ত্রী আফরোজা এবং মেয়ে জয়া (১৩) ও ছেলে জুনায়েদকে (৭) নিয়ে ভাড়া থাকেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আফরোজা রান্না করতে রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আফরোজার শরীর এবং পাশের ঘরে ঘুমিয়ে থাকা দুই সন্তান ও স্বামীর শরীরে আগুন ধরে যায়। এসময়ে চিৎকারে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে স্থানান্তর ও ভর্তি করা হয়।

তিনি বলেন, আমরা ধারণা করছি রান্না ঘরের গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ হতে পারে। আফরোজা আক্তার গৃহিণী। আর তার স্বামী বাসচালক। মেয়র জয়া স্কুলে পড়ালেখা করে। ছেলে বাসায় থাকে।

তিনি আরো বলেন, এ ঘটনায় আফরোজার স্বামী জসীম উদ্দিনের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। জয়ার শরীরের ২৫ শতাংশ দগ্ধ। বাবা-মেয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া৭ শতাংশ পুড়ে যাওয়া জুনায়েদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো বাচ্চু মিয়া।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন