পিএনএস ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এবার রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি। রোজার আগে বাজারে নিত্যপণ্যের যে দাম ছিল, এখনো তাই আছে।
রোববার দুপুরে ভারত ও ভুটানে পাঁচ দিনের সফর শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরে সাংবাদিকদের তিনি এসব বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষ বাজারে গিয়ে একবারে সারা মাসের জিনিসপত্র কিনে নিচ্ছে। ফলে মনে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। গতবারের চেয়েও এবার সব পণ্যের সাপ্লাই অনেক বেশি রয়েছে। চিন্তার কোনো কারণ নেই।
তিনি আরো বলেন, বতর্মানে বাজারে ছোলার দাম আগের চেয়ে অনেক কম। রমজানের আগে বেগুন ৫০-৬০ টাকা ও পেঁয়াজ ৪০ টাকা ছিল।
পিএনএস/শাওন
রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি : বাণিজ্যমন্ত্রী
26-03-2023 08:57PM
