চা শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহবান গণসংহতি আন্দোলনের

  13-08-2022 06:58PM

পিএনএস ডেস্ক : অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক মজুরী ৩০০ টাকা করার দাবি মেনে নেয়ার আহবান জানিয়েছে গণসংহতি আন্দোলন।

শনিবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এ আহবান জানান।

নেতৃবৃন্দ বলেন, চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। মুদ্রাস্ফীতি আর দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্দ্ধগতির এই সময়ে কারো দৈনিক মজুরি ১২০ টাকা অত্যন্ত অমানবিক। কেননা যেখানে ১ কেজি মোটা চালের দাম বাজারে ৬০-৭০ টাকা।

নেতৃবৃন্দ আরো বলেন, একদিকে মালিকপক্ষের মজুরি ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব যেমন হাস্যকর তেমনি সরকারের এ বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপও আমরা দেখতে পাই না বছরের পর বছর ধরে। কাজেই মজুরি বোর্ডের মাধ্যমে যুগপোযোগী মজুরি নির্ধারণ করার দাবি জানাই।

আমরা সারাদেশে চা-শ্রমিকদের কর্মবিরতিকে সমর্থন করি এবং মনে করি এই আন্দোলন সফল হবে।

অবিলম্বে মজুরির দৈনিক হার ৩০০ টাকা বাস্তবায়ন করে চা শ্রমিকদের যুক্তিসঙ্গত সকল দাবি মেনে নেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন