হাসপাতালে তাসকিন

  22-11-2021 07:00PM

পিএনএস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের ষষ্ঠ ওভারে ডান হাতের ওপরের অংশে বল লাগে তাসকিন আহমেদের। প্রথমে তিনি মাঠ ছেড়ে উঠলেও পরে আবার মাঠে ফেরেন। তবে ম্যাচ শেষে তাসকিন আহমেদকে হাসাপাতালে নেওয়া হচ্ছে।

টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ ওভারে বল করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বলটি তাসকিন ধরার চেষ্টা করেন। বল তালুবন্দি না হয়ে লেগে যায় তাসকিনের ডান হাতের ওপরের অংশে। তাসকিন ব্যাথা পান। ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। পরে তার সঙ্গে মাঠ ছেড়ে যান। শুশ্রুষা শেষে পরে আবার মাঠে ফিরেন তিনি, বলও করেন।

অবশ্য হাতে ব্যাথা থাকার কারণে একটানা ফিল্ডিং করেননি। ১১তম ওভারে বোলিং করে আবারও মাঠ ছেড়েছিলেন। এরপর ইনিংসের শেষদিকে এসে বোলিং করেন। কিন্তু ম্যাচ শেষে তার হাতের বিস্তারিত অবস্থা জানতে তাকে হাসপাতালে নেওয়া হয় পরীক্ষা-নিরীক্ষার জন্য।

পিএনএস/আইএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন