নাটকীয় ম্যাচে বায়ার্নকে হারিয়ে ফাইনালে রিয়াল

  09-05-2024 04:00AM

পিএনএস ডেস্ক: আরও একটি চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনাল, রিয়ালের আরও একটি নাটকীয় জয়। বায়ার্নের বিপক্ষে স্প্যানিশ চ্যাম্পিয়নদের আজকের ম্যাচের জন্য এটাই বোধহয় সঠিক বিশ্লেষণ। ৮৭ মিনিট পর্যন্ত ১ গোলে পিছিয়ে থাকা রিয়াল ৩ মিনিটের ব্যবধানে সেটা শোধ করে আবার লিডও নিলো। এরপর বাকি সময় সেটা ধরে রেখে জয়ের সঙ্গে নিশ্চিত করে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল।

গোলরক্ষক ম্যানুয়েল নয়ার পুরো ম্যাচেই দুর্দান্ত সব সেভ করে ম্যাচে রাখেন বায়ার্ন মিউনিখকে।

সেই নয়ারই শেষ দিকে করে বসলেন অপ্রত্যাশিত ভুল। তার হাত থেকে ছিটকে যাওয়া বলে গোল করলেন হোসেলু। কিছুক্ষণ পর অফসাইডের ফাঁদ ভেঙে হয় আরও একটি গোল। ফলে যা হবার তাই হয়। স্প্যানিশ চ্যাম্পিয়নরা পেয়ে যায় ফাইনালের টিকিট।

বুধবার (৮ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলের ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ।

আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে ৪-৩ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন