মেসিকে ভোট দেননি ব্যালন ডি'অরের প্রধান

  01-12-2021 11:37PM

পিএনএস ডেস্ক: লিওনেল মেসি নাকি রবার্ট লেভান্ডভস্কি? এবারের ব্যালন ডি অরের আগে যেমন উত্তেজনা ছড়িয়েছিল, তেমনটি বোধ হয় হয়নি এর আগে। শেষ অবধি সোমবার রাতে প্যারিসে জমকালো অনুষ্ঠানে নিজের সপ্তম ব্যালন ডি অর জিতেছেন মেসি। লেভান্ডভস্কি ৩৩ পয়েন্ট কম নিয়ে হয়েছেন দ্বিতীয়।

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এর তরফ থেকে দেওয়া হয় বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার। সারা বিশ্বের ১৭০জন সাংবাদিকের ভোটে নির্বাচিত হয় ব্যালন ডি অর জয়ী। এর একজন ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের প্রধান পাসকল ফেরে।

মেসি ব্যালন ডি অর জিতলেও তিনি নাকি ভোট পাননি খোদ ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের প্রধানের। ওয়াটসনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরে বলেছেন, ‘আমি মেসিকে প্রথম ভোট দেইনি। লেভান্ডভস্কিকে বেছে নিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় মেসি ব্যালন ডি অর প্রাপ্য।’

ব্যালন ডি অর জয়ের পর মঞ্চে দাঁড়িয়ে লিওনেল মেসি জানিয়েছিলেন লেভান্ডভস্কির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পেরে সম্মানিত তিনি। সঙ্গে বলেছেন, গত বছর পুরস্কারটি প্রাপ্য ছিলেন বায়ার্ন তারকাই। তার ওই বক্তব্য নিয়েও পরে আলোচনায় হয়েছে অনেক।

যদিও লেভান্ডভস্কি গত বছর ব্যালন ডি অর জিততেন কি না এই ব্যাপারে নিশ্চিত নন ফেরে, ‘আমরা নিশ্চিত না এই পুরস্কার লেভান্ডভস্কি জিতত কি না গত বছর। কারণ কোনো ভোটই হয়নি। কিন্তু সত্যি বলতে, লেভান্ডভস্কির দারুণ সুযোগ ছিল।’

গত বছর ব্যালন ডি অর না দেওয়ার বিষয়ে তিনি বলেছেন, ‘এটা এমন একটা সিদ্ধান্ত, যেটা দ্রুত নেওয়ার সুযোগ আমাদের ছিল না। আমাদের এটা নিয়ে লম্বা সময় ধরে ভাবতে হয়েছে। আমাদের ব্যালন ডি অরের ইতিহাসকে সম্মান জানাতে হতো। যেটা সবসময় ভোটাভুটির মাধ্যমেই হয়।’

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন