করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি

  27-01-2022 08:48PM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বুমবুম খ্যাত পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে করোনা টেস্টে পজিটিভ আসে তার।

পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ মাতাবেন তারকা অলরাউন্ডার আফ্রিদি। করোনা আক্রান্ত হওয়ার কারণে প্রথমদিকের কয়েকটি ম্যাচে অংশ নিতে পারবেন না এ কিংবদন্তি ক্রিকেটার।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করোনা নির্দেশনা মেনে আগামী ৭ দিন বাড়িতে কোয়ারেন্টিনে থাকবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সাত দিনের কোয়ারেন্টিন শেষে টেস্টে নেগেটিভ হলে তবেই দলের সঙ্গে যোগ দেবেন আফ্রিদি।

প্রসংগত, পাকিস্তানের হয়ে ৩৯৮টি ওয়ানডে, ৯৯টি টি-টোয়েন্টি আর ২৭টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ১১টি সেঞ্চুরি আর ৫১টি ফিফটির সাহায্যে ১১ হাজার ১৯৬ রান সংগ্রহের পাশাপশি লেগ স্পিনে ৫৪১ উইকেট শিকার করেন কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন