পিএনএস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচের আগেই বড় দুঃসংবাদ নরওয়ে শিবিরে। কুঁচকির চোটের কারণে স্পেন ও জর্জিয়ার বিপক্ষের ম্যাচে অনিশ্চিত ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড।
মঙ্গলবার (২১ মার্চ) এক বিবৃতিতে হলান্ডের চোটের বিষয়টি নিশ্চিত করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন।
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে বার্নলির বিপক্ষে ৬-০ গোলে জয়ের দিনে শুরুর একাদশে ছিলেন এই নরওয়েজিয়ান। এই ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি। কিন্তু চোটের কারণে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচগুলোতে অনিশ্চিত এই ফুটবল সেনসেশন।
এই মৌসুমে দারুণ ফর্মে আছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪২ বার জালের দেখা পেয়েছেন তিনি।
এ ছাড়া জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে ২১ গোল করেছেন হলান্ড। আর তাই তার ছিটকে পড়া নরওয়ে দলের জন্য বেশ হতাশার কারণ। বাছাইপর্বে শনিবার (২৫ মার্চ) সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে। আর মঙ্গলবার (২৮ মার্চ) নরওয়েজিয়ানদের প্রতিপক্ষ জর্জিয়া।
পিএনএস/শাওন
চোটে নরওয়ে দল থেকে ছিটকে গেলেন হলান্ড
21-03-2023 08:06PM
