পিএনএস ডেস্ক : একসময়ের স্পিন নির্ভর বাংলাদেশে এখন পেস আক্রমণের স্বর্ণযুগ শুরু হয়েছে। ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন পেসাররা। আজ টাইগার পেসাদের দাপটেই আয়ারল্যান্ড অল-আউট হয়েছে মাত্র ১০১ রানে। তিন পেসার তাসকিন-ইবাদত-হাসান মাহমুদ বল হাতে আগুন ঝরিয়েছেন। এদের মাঝে নবীন পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৫ উইকেট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের পেস আক্রমণের সামনে তারা মুখ থুবড়ে পড়ে। দলীয় ১২ রানেই প্রথম শিকার ধরেন হাসান মাহমুদ। অপর ওপেনার পল স্টার্লিংকেও (৭) লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। এরপর আর নূন্যতম প্রতিরোধ গড়তে পারেনি আইরিশরা। ইবাদত হোসেন, তাসকিন আহমেদরা এতটাই বিধ্বংসী হয়ে উঠেছিলেন যে, স্পিনারের প্রয়োজনই হয়নি। বাংলাদেশের পেস আক্রমণেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে।
৬৮ রানে ৫ উইকেট হারানোর পর ৭৯ রানেই নেই ৮টি! সাকিব তো বোলিংই করেননি। নাসুম-মিরাজ করেছেন মোট ৪ ওভার। একটা সময় মনে হচ্ছিল আইরিশরা একশ রানও করতে পারবে না। তবে কার্টিস ক্যাম্ফারের দৃঢ়তায় শেষ পর্যন্ত তারা ২৮.১ ওভারে ১০১ রানে অল-আউট হয়। ক্যাম্ফার সর্বোচ্চ ৩৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান লরকান টাকারের। এই দুজন ছাড়া আইরিশদের কেউ দুই অংক ছুঁতে পারেননি। হাসান মাহমুদ ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। যা তার ক্যারিয়ারসেরা বোলিং। এছাড়া তাসকিন ২৬ রানে ৩টি আর এবাদত ২৯ রানে ২ উইকেট নেন।
পিএনএস/এমবিবি
টাইগারদের পেস আক্রমণে ১০১ রানে অল-আউট আয়ারল্যান্ড
23-03-2023 05:06PM
