পিএনএস ডেস্ক : সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে অন্যতম সেরা ওপেনার লিটন কুমার দাস। গত বছরই ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন উইকেট-কিপার এ ব্যাটার।
ষষ্ঠীতে আশীর্বাদ গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দেশসেরা এ স্টাইলিশ ব্যাটার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জামাই ষষ্ঠী’।
জামাই ষষ্ঠী বাংলার লোকসংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আদিকাল থেকেই সনাতন সম্প্রদায়ে এই প্রথা লোকাচার হিসেবেই পালিত হচ্ছে।
ষষ্ঠীতে হরেক রকমের ফল আর বিভিন্ন উপকরণ দিয়ে ডালা সাজিয়ে লিটনকে আশীর্বাদ করেন তার শাশুড়ি। কয়েক রকমের মিষ্টি, কেক, মুরগির মাংস, পিঠা, মাছ ইত্যাদিতেও সাজানো উপকরণে লিটনকে আশীর্বাদ করেন তিনি (শাশুড়ি)।
পিএনএস/শাওন
জামাই ষষ্ঠী নিলেন লিটন
25-05-2023 11:48PM
