ঢাকা টেস্টের তৃতীয় দিনের ভাগ্যে কি আছে?

  08-12-2023 10:39AM




পিএনএস ডেস্ক: ঢাকা টেস্টের প্রথম দিন স্পিন রাজত্ব দেখেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। এতে অলআউট হয়ে যায় স্বাগতিকরা, অন্যদিকে প্রথম ইনিংসে ৫৫ রান তুলতেই ৫ উইকেট খুইয়েছে কিউইরা। স্বাভাবিকভাবেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দুই দিনেই শেষ দেখেছিলেন অনেকেই। কিন্তু বৃষ্টি সেটি হতে দেয়নি।

ম্যাচের দ্বিতীয় দিনের পুরোটাই নিজের দখলে নিয়েছে বৃষ্টি। ফলে খেলা গড়িয়েছে তৃতীয় দিনে। তবে আজ শুক্রবার কি মাঠে নামতে পারবে দুই দল। কী বলছে, আবহাওয়ার পূর্বাভাস?

ক্রিকেট ভক্তদের আশা জাগাচ্ছে শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস। বলা হয়েছে, এদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে। যদি এমনটিই হয়, তাহলে হয়তো সময় মতোই মাঠে নামতে পারবে বাংলাদেশ।

সবশেষ ৯টা ১৫ মিনিটে পাওয়া তথ্য অনুসারে, পিচ থেকে কভার সরিয়ে নেয়া হচ্ছে। মাঠ ভেজা থাকার কারণে খেলা শুরু হবে বিলম্ব হচ্ছে।

এর আগে ম্যাচের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদিনই বৃষ্টি হয়েছে। বুধবার রাত থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি শুরু হয়েছিল। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা ভাসিয়েই দিয়েছে মিগজাউম।

প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিলো ১৭২ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। ৩১ রান করেন জবাব দিতে নেমে ৪৬ রানে নিউজিল্যান্ড হারায় ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন তাইজুল ইসলাম।।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন