মাক আলিস্তেরের চোট ভালো ঠেকছে না ক্লপের

  09-12-2023 03:02AM

পিএনএস ডেস্ক : শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে জয়ের স্বাদ পাওয়ার ম্যাচেই লিভারপুলকে কিছুটা চিন্তায় ফেলেছে আলেক্সিস মাক আলিস্তেরের চোট। এই আর্জেন্টাইন মিডফিল্ডারের চোটের ধরন নিয়ে দুশ্চিন্তায় আছেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ।

প্রিমিয়ার লিগে গত বুধবার শেফিল্ডের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন মাক আলিস্তের। ম্যাচের শুরুর দিকে হাঁটুতে চোট পেলেও খেলা চালিয়ে যান তিনি। পরে ৫৭তম মিনিটে তাকে তুলে নেন ক্লপ।

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা লিভারপুলের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এই ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না মাক আলিস্তের।

শুক্রবার সংবাদ সম্মেলনে ক্লপ এটাও নিশ্চিত করতে পারেননি যে, কবে মাঠে ফিরতে পারেন মাক আলিস্তের।

“মাক্কার (মাক আলিস্তের) চোট ভালো দেখাচ্ছে না, তাই আমাদের তাকে প্রতিদিন পর্যবেক্ষণে রাখতে হবে। ম্যাচের পর তারা যদিও (চিকিৎসকরা) আশাবাদী ছিল যে, চোটটা গুরুতর কিছু না।”

“আমার মনে হয় না সে (শনিবারের) ম্যাচের জন্য প্রস্তুত থাকবে। বৃহস্পতিবার বা রোববারের ম্যাচে সে খেলতে পারবে কিনা, তাও আমি জানি না। তাই…অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।”

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন