পিএনএস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে ভারতে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় সাকিব বাহিনী। এরই মধ্যে দেশের একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, টাইগার স্পিনার নাসুম আহমেদকে চড় মেরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নিজের বিরুদ্ধে আনা সেই অভিযোগ অস্বীকারও করেন লঙ্কান এই কোচ।
শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে আশা জাগিয়েও ৪ উইকেটে হার মানে বাংলাদেশ দল। ম্যাচটি শেষ হতেই গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় নাসুমের চড়কাণ্ডে মুখ খুলেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই প্রধান কর্তা।
নাসুমের চড় কাণ্ড প্রসঙ্গে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা (নাসুমকে চড় মারার ঘটনা) ডাহা মিথ্যা, এরপর আর আমার কিছু বলার নেই। যে জিনিসটা মিথ্যা সেটা নিয়ে কথা বলব কেন। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিনি একটা টিভিতে প্রচার করার আগে।’
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি বস আরও বলেন, ‘যে কাউকে শাস্তি যখনই দিয়েছি, সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। মানুষ চায় না এসব, আমিতো এতদিন তাই জানতাম। কেউ কি আমাদের সাপোর্ট করেছে কখনো, কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেয়ার পরে। আমরা অপেক্ষা করছিলাম। এই জাগরণটা উঠুক।’
মানুষ পছন্দ না করলেও ক্রিকেটের স্বার্থে কিছু কঠিন সিদ্ধান্ত নেবেন বলে জানান পাপন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদেরকে কিছুদিন আগে বলেছি, ক্রিকেটকে ভালো করতে গেলে কিছু সিদ্ধান্ত নিতে হবে। যেটা মানুষ পছন্দ করবে না। আমি জানি আমাকে ধুয়ে ফেলবে সবাই।’
পিএনএস/এমএইউ
নাসুমের চড়কাণ্ডে এবার মুখ খুললেন পাপন
10-12-2023 02:02PM