পিএসজির ১২তম লিগ শিরোপা

  29-04-2024 02:20AM

পিএনএস ডেস্ক: গত শনিবার জিতলেই চ্যাম্পিয়ন হতো পিএসজি। কিন্তু ড্র করে তাদের অপেক্ষা আরও বেড়ে যায়। ২৪ ঘণ্টা না যেতেই তারা চ্যাম্পিয়ন হওয়ার সুখবর পেলো। কারণ মোনাকো হেরে গেছে। রবিবার লিগ ওয়ানে ৯ ম্যাচে প্রথম হার তারা হেরেছে লিওঁর কাছে।

৩১ ম্যাচে ৭০ পয়েন্ট পিএসজির। ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোনাকো। শেষ তিন ম্যাচে তারা জিতলেও প্যারিস ক্লাবকে টপকাতে পারবে না।

মোনাকো প্রথম মিনিটে এগিয়ে যায় উইসাম বেন ইয়েডারের গোলে। এরপর চার মিনিটের ব্যবধানে দুই গোল করে তাদের পেছনে ফেলে লিওঁ।

২২ মিনিটে অ্যালেক্সান্দ্রে ল্যাকাজেত্তে সমতা ফেরান। সাইদ বেনরাহমা ২৬ মিনিটে গোল করে মোনাকোকে এগিয়ে রাখেন।

বিরতির পর ইয়েডার ৬০ মিনিটে গোল করে সমতা ফিরিয়েছিল। তবে খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে মালিক ফোফানার গোলে হার মানে তারা।

এই মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি পিএসজির সামনে। আগামী বুধবার তারা বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে খেলবে। আর ২৬ মে ফ্রেঞ্চ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ লিওঁ।

এনিয়ে টানা তৃতীয় মৌসুম এবং সব মিলিয়ে ১২তম লিগ ওয়ান ট্রফি ঘরে তুললো পিএসজি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন