রাশিয়ায় ব্যবসা বন্ধ করেছে নকিয়া

  14-04-2022 06:02PM

পিএনএস ডেস্ক : রাশিয়ার বাজার থেকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে নকিয়া। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে ফিনল্যান্ডভিত্তিক টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানটি।

গত ২৪ ফেব্রুয়ারি মস্কোর ইউক্রেন আগ্রাসনের পর থেকে রাশিয়ায় ব্যবসা গুটিয়ে নিয়েছে কয়েকশ বৈশ্বিক প্রতিষ্ঠান। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে এরিকসন ও নকিয়ার মতো টেলিকম যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান।

নকিয়া সিইও পেক্কা লুন্ডমার্ক বলেন, বর্তমান পরিস্থিতিতে ওই দেশে কার্যক্রম চালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না আমরা।

রাশিয়ার বাজারে এমনিতেই এরিকসন ও নকিয়ার বাজার হিস্যা খুবই অল্প। চীনা কোম্পানি হুয়াওয়ে ও জিটিই মূলত রুশ বাজার দখলে রেখেছে।

রাশিয়ায় নকিয়ার দুই হাজার কর্মী রয়েছে। তাদের বিশ্বের অন্যান্য প্রান্তে কাজের অফার দিচ্ছে নকিয়া। বর্তমানে নকিয়ার বৈশ্বিক কর্মীর সংখ্যা প্রায় ৯০ হাজার।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন