বৈরী আবহাওয়ায় কর্মহীন শ্রমিকরা

  05-12-2021 12:46PM


পিএনএস ডেস্ক: বৈরী আবহাওয়ার আশংকায় শ্রমিকদের চাহিদা কমে গেছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে শতশত শ্রমিক অপেক্ষা করলেও কেও তাদের নিতে আসছে না। ফলে অর্ধাহার অনাহারে দিন কাটছে তাদের। সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে কাজের জন্য জড়ো হয়েছে বাসস্ট্যান্ডে। কিন্তু মালিকদের দেখা নেই। ফলে সারাদিন অপেক্ষা করে ফিরে যেতে হয় শ্রমিকদের।

নওগা থেকে কাজের সন্ধানে আসা মিরাজুল ইসলাম জানান, প্রায় ৫ বছর যাবত এই মৌসুমে তিনি মানিকগঞ্জে কৃষি কাজ করেন। প্রতিবছর যে বাড়িতে কাজ করেন সেখানে গেলে মালিক বলেন, যে কোন সময় বৃষ্টি শুরু হবে। তোমাদের তো বসিয়ে রেখে মজুরী দিতে পারবো না। আগে অবস্থা দেখি তার পর দেখা করো। মিরাজুলের মতো ফারুক, রওশন, আলী হোসেন বলেন, গত বছর এ সময় ৫শ থেকে ৬শ টাকা মজুরী ছিল। এখন ৩শ থেকে ৪শ টাকা করেও কেও নিচ্ছে না। তিন দিন ধরে বসে খেয়ে পুঁজি শেষ। এখন কি করনো বুঝতে পারছি না। সিরাজগঞ্জ থেকে আসা আরশেদ আলী বলেন, টিভিতে প্রচার হচ্ছে যে কোন সময় আবহাওয়া খারাপ হবে তাই কেও কাজে নিচ্ছে না। এভাবে আমরা কয়দিন থাকবো।


পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন