ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রেগুলোতে পৌঁছানো হচ্ছে

  15-01-2022 01:47PM


পিএনএস ডেস্ক: আগামীকাল জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপ-নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ দুপুরের পর হতে ইভিএমসহ নির্বাচনে ভোটগ্রহণের অন্যান্য সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে।

প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্বপালন শুরু করেছেন।

এ নির্বাচনে ৩ লাখ ৪০ হাজার ৩৭৯জন তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫০১ জন, নারী ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৭৮ জন। এছাড়াও ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।


পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন