সপ্তাহের শুরুতে বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে শীত

  21-01-2022 02:23PM

পিএনএস ডেস্ক: দিনাজপুরের হাকিমপুরে গত দুদিন ধরে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকলেও সকাল ১০টার দিকে রোদের দেখা মিলেছে।

বৃহস্পতিবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। শুক্রবার সকালে সূর্য ওঠার কারণে জনজীবনে নেমে এসেছে স্বস্তি। কাজে ফিরছেন মানুষ।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৯ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।

তিনি আরও জানান, মৃদু শৈত্যপ্রবাহ দুরীভূত হয়েছে। আগামী দুদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

তবে আগামী সপ্তাহের ২৩ ও ২৪ জানুয়ারি দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় শীতের মাত্রা আবারও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে তিনি জানান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন