পিএনএস ডেস্ক : চট্টগ্রামের মধ্যম হালিশহরে আগুনের ঘটনায় একটি কলোনির প্রায় অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। সোমবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কেএম রায়হানুল আশরাফ বলেন, মধ্যম হালিশহরের একটি কলোনির বসতবাড়িতে রাত সাড়ে ৮টার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুনে ৫০টি বসতঘর পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পিএনএস/এএ
চট্টগ্রামে কলোনীতে আগুন, অর্ধশতাধিক বসতঘর পুড়ে ছাই
28-06-2022 12:32AM
