কুষ্টিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা

  06-10-2022 11:55AM




পিএনএস ডেস্ক: 'নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব'-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো: আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবগণ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জন্ম নিবন্ধন করতে গিয়ে সার্ভার সমস্যাসহ বিভিন্ন বিড়ম্বনার শিকার হতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। এসব সমস্যার কারণে অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে জন্ম নিবন্ধন সনদ পাওয়া যাচ্ছে না।

প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ভবিষ্যতে যাতে সেবা প্রত্যাশীরা খুব সহজেই ভোগান্তি ছাড়াই জন্ম নিবন্ধন সনদ পেতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

আলোচনা সভা সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন