বোয়ালখালীতে এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১৫ জন

  22-04-2024 09:25PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষ বেশি। গত এক সপ্তাহে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ২১৫ জন রোগী। এছাড়া বর্হিবিভাগে প্রতিদিন গড়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে যাচ্ছে ২০-২২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। ডায়ারিয়া ছাড়াও গরমে পেটের পীড়া, ঠান্ডা, জ্বর-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা, হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে লোকজন।

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, গত ১৫ এপ্রিল থেকে রবিবার (২১ এপ্রিল) পর্যন্ত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ভর্তি হয়েছেন ৮৭ জন। এছাড়া জ্বরে আক্রান্ত ৪২ জন, পেটের পীড়ায় ২৮ জনসহ সর্বমোট ২১৫ জন ভর্তি হয়েছেন।

তীব্র গরমে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন হাসাতালের চিকিৎসক তনুজা।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, হাসপাতালের বর্হিবিভাগে প্রতিদিন গড়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে ২০-২২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। এছাড়া জ্বর, পেট ব্যথাসহ অন্যান্য রোগে আক্রান্তরাও চিকিৎসা নিয়েছেন।

কানুনগোপাড়া গ্রামে দেবাশীষ চক্রবর্ত্তী বলেন, রবিবার রাত থেকে হঠাৎ ডায়রিয়া শুরু হয় তার, ষোলো বছর বয়সের মেয়ে অর্থী চক্রবর্তীর। পরে সোমবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় তার মেয়েকে সন্তানকে শুধু স্যালাইন দেওয়া হয়েছে।

উপজেলার কধুরখীল এলাকা নুরজাহান বেগম ডায়রিয়া ও বমি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তিনি বলেন, ডায়রিয়া ও বমি বেশী হওয়ায় সকালে ভর্তি করানো হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতীক সেন বলেন, ‘আবহাওয়া পরিবর্তন, প্রচণ্ড গরম ও ফুড পয়জনিংজনিত কারণে ডায়রিয়া দেখা দিয়েছে। তবে এক সপ্তাহে ৮৭ জন শুধু ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এছাড়া বর্হিবিভাগে অনেক ডায়রিয়া আক্রান্ত রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।’

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন