লিপস্টিক কেনার সময় যা খেয়াল রাখবেন

  22-10-2022 12:31PM



পিএনএস ডেস্ক : পোশাকের সঙ্গে মিলিয়ে কিংবা ঋতুর সঙ্গে মানানসই লিপস্টিক কেনার জন্য আমরা কম-বেশি রংকেই গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু জানার চেষ্টা করি না যে, এর টেক্সচার কেমন। সেটা দেখাও কিন্তু খুব জরুরি।

কারণ সবার ঠোঁটে সবরকম লিপস্টিক মানায় না। এই সমস্যা প্রায় কমবেশি সবারই। তাই কেনার আগে দেখে নিন কার কোন টেক্সচারে লিপস্টিক সবচেয়ে বেশি মানাবে।

বিশেষজ্ঞরা বলেন, লিপস্টিকের টেক্সাচার দেখে কেনা উচিত।

লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে কিছুটা ফাউন্ডেশন লাগিয়ে নিন। লিপস্টিক সহজে উঠে যাবে না। চুল খোলা রাখলে লিপগ্লস না লাগালেই ভালো লাগবে। চুল এলোমেলো হয়ে উড়ে এসে লিপগ্লসে আটকে যাওয়ার আশঙ্কা থাকে। অতএব আর চিন্তার কিছু নেই। চটপট এই টিপস গুলো কাজে লাগান।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন