বজ্র থেকে রক্ষায় ৫০ হাজার তালের চারা রোপণ

  28-08-2017 05:39PM

পিএনএস ডেস্ক:‘বেশি করে তাল গাছ লাগান, বজ্রপাতে প্রাণহানি কমান’ স্লোগানকে সামনে রেখে বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নের ৯০ ওয়ার্ডের ৯০ গ্রামীণ সড়কে একযোগে ৫০ হাজার তাল গাছের চারা রোপণ করা হয়েছে।

রোববার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে চরকাউয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে তাল গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বজ্রপাত থেকে মানুষকে রক্ষার জন্য এ তালগাছের চারা রোপণ করা হয়েছে।

পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে এবং বাড়ির আঙ্গিনায় তালগাছ লাগানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান হাবিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনির হোসেন, জেলা পরিষদের সদস্য মনোয়ারুল ইসলাম অলি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেহেনা বেগম, ইউএনও হুমায়ুন কবির, চরকাউয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।

একইসময় সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ১০ চেয়ারম্যান ও ১২০ সদস্যরা ৫০ হাজার তাল গাছের চারা ও বীজ রোপণ করেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন