কেজিতে ৬ টাকা বেড়েছে চিনির দাম

  06-10-2022 04:59PM

পিএনএস ডেস্ক : চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে সরকার। এছাড়া পাম তেলের (সুপার) দাম লিটারে ৮ টাকা কমানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোজ্যতেল আমদানিকারক ও শোধনকারীদের সঙ্গে বৈঠকের পর জ্যেষ্ঠ বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ কথা জানান।

শিগগিরই এ নতুন মূল্য কার্যকর হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, আগামীকাল থেকে শোধনকারীরা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

এ সিদ্ধান্ত অনুযায়ী খোলা চিনির দাম প্রতি কেজি ৮৪ টাকা থেকে ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং প্যাকেটজাত চিনির দাম ৮৯ টাকা থেকে ৯৫ টাকা কেজিতে খুচরা বিক্রি করা হবে।

এছাড়া নতুন দাম অনুযায়ী এক লিটার পাম তেলের দাম ১৩৩ টাকা থেকে এখন ১২৫ টাকা হবে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন