জবিতে হল ছাড়তে হবে মাস্টার্স শেষের ৭ দিনের মধ্যে

  12-03-2024 02:28AM

পিএনএস ডেস্ক: : স্নাতকোত্তর (মাস্টার্স) এর ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হলে থাকা সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১১ মার্চ) হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এর আবাসিক ছাত্রীদের জানানো যাচ্ছে যে, যাদের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তাদের আগামী ০৭ (সাত) দিনের মধ্যে হলের আবাসিক সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’

হলে থাকা ২০২০-২১ শিক্ষার্থী ফারজানা সুলতানা নীলা বলেন, হল প্রশাসনের এমন সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ সৃষ্টি হবে। এ সিদ্ধান্ত যথাযথভাবে কার্যকর হবে সেটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, গত ৫ মার্চ সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে তুচ্ছ ঘটনায় মারধরে করে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অবৈধভাবে হলে থাকা এক সাবেক শিক্ষার্থী। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে সেই শিক্ষার্থীর আসন বাতিল করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন