রোমে বহুজাতিক সাংস্কৃতিক দলের আয়োজনে মিলনমেলা

  13-11-2022 12:49PM


পিএনএস ডেস্ক: ইতালিতে রোম পৌরসভার ৮নং কম্যুনের সার্বিক সহযোগিতায় ও বহুজাতিক সাংস্কৃতিক দলের আয়োজনে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশসহ মোট ৫টি দেশ এই আয়োজনে অংশ নেয়।

কাউন্সিলর কবির হোসেনের উদ্যোগে সাবেক কাউন্সিলর মোল্লা নাজিম উদ্দিনের পরিচালনায় ও সুমি তাহেরের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন রোম পৌরসভার ৮নং কম্যুনের প্রেসিডেন্ট আমেদেও সাক্কেরি।

এসময় স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল মাঝি, হাজী মো. জসিম উদ্দিন, আবু তাহের, মজিবুর শিকদার, দিলীপ মাঝি, শেখ ইসহাক, সালাউদ্দিন আহমেদ, জি.আর মানিক, বিপ্লব, দেলোয়ার হোসেন, মিয়া হোসেন, শাহাদাৎ, নারীনেত্রী নিগার সুলতানা মিতাসহ আরও অনেকে।

এই আয়োজনের আপ্যায়নের দায়িত্বে ছিলেন নারী শক্তি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রত্না, সুইটি, মনি, লিপি, চাইনা, রুমা, মিলি এবং সুমি। আয়োজকদের পক্ষ থেকে বলা হয় প্রবাসের মাটিতে বিদেশীদের সাথে ভাষা ও সহাবস্থান শক্ত করতে এমন আয়োজনের বিকল্প নেই। আর তাই বাংলাদেশকে তুলে ধরতে তাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন