দেশে প্রথম কনুই প্রতিস্থাপন

  25-08-2014 07:33PM

পিএনএস : বাংলাদেশে এই প্রথম টোটাল এ্যালবো (কনুই) প্রতিস্থাপন হলো মিরপুরের ডেল্টা হেলথ কেয়ারে।

ঝিনাইদহের সেলিম (২০) নামের এক যুবকের কনুই প্রতিস্থাপন করেছেন পঙ্গু হাসপাতালের সহযোগি অধ্যাপক হাসান মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মোফাখখারুল ইসলাম রানা।

তাদের সহযোগিতা করেছেন ডা. ইব্রাহিম, ডা. তমাল। সোমবার বিকাল ৩টা থেকে অপারেশন শুরু হয় এবং শেষ হয় ৫টার পর।

ডা. মুফাখখারুল ইসলাম রানা জানান, বাংলাদেশে এটা প্রথম টোটাল এ্যালবো প্রতিস্থাপন। বিদেশে এ অপারশনটি করতে পাঁচ লাখের বেশি টাকা লাগে। আমরা প্যাকেজে মাত্র ৫০ হাজার টাকায় করেছি।

উল্লেখ্য আঘাতের কারণে সেলিমের কনুই ক্ষতিগ্রস্ত হয়। অপারেশনের অনেক দিন আগে থেকে তার কনুইয়ে নড়াচড়া বন্ধ ছিলো।

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন