‘মার্কিন সর্বোচ্চ চাপ এখন সর্বোচ্চ মিথ্যাচারে রূপ নিয়েছে’

  16-09-2019 07:38AM


পিএনএস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ এখন সর্বোচ্চ মিথ্যাচারে পরিণত হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।


সৌদি আরবে ইয়েমেনিদের ড্রোন হামলার সঙ্গে ইরানকে জড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বিবৃতি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় তিনি রোববার (১৫ সেপ্টেম্বর) এ কথা বলেন।


মুসাভি বলেন, ইরানের বিরুদ্ধে অন্ধের মতো মন্তব্য ও অপবাদ কূটনৈতিক কাঠামোর আওতায় বোধগম্য নয় এবং এর সবই নিরর্থক।


তিনি বলেন, এসব মন্তব্য ও পদক্ষেপের সঙ্গে গুপ্তচর সংস্থাগুলোর পরিকল্পনা মিলে যায়, যারা এভাবে কোনো একটি দেশের ভাবমর্যাদা ক্ষুন্ন করে তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুত করে।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, প্রায় পাঁচ বছর ধরে সৌদি জোট আগ্রাসন এবং নানা ধরণের যুদ্ধাপরাধের মাধ্যমে এ অঞ্চলে যুদ্ধের আগুন জ্বালিয়ে রেখেছে। এ অবস্থায় ইয়েমেনিরা যুদ্ধ ও আগ্রাসনের মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলেছে।


তিনি বলেন, ইয়েমেনে হামলা ও আগ্রাসন বন্ধ, আগ্রাসীদের প্রতি পশ্চিমাদের রাজনৈতিক ও সামরিক সহযোগিতার অবসান এবং রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা চালানোর মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও ইয়েমেন সংকটের সমাধান হতে পারে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন