তুরস্ক নতুন শরণার্থীদের বোঝা বইতে পারবে না: এরদোগান

  22-09-2021 04:43PM

পিএনএস ডেস্ক:তুরস্ক নতুন শরণার্থীদের বোঝা বইতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি এ কথা বলেন। খবর: ডেইলি সাবাহর।

আফগানিস্তানের সাম্প্রতিক সংকটের জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেন এরদোগান।

রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আমরা দুঃখজনকভাবে আফগানিস্তানে প্রত্যক্ষ করেছি যে, কীভাবে বাস্তবতাকে উপেক্ষা করে সংকট সমাধানের চেষ্টা করা হয়েছে, যা মূলত ব্যর্থ হয়েছে। ৪০ বছরেরও বেশি সময় ধরে চলমান অস্থিতিশীলতার পরিণতি আফগান জনগণকে একা মোকাবিলা করতে বাধ্য করা হয়েছে।

তিনি বলেন, আফগানদের প্রয়োজনে তুরস্ক তার সাধ্যমতো সহায়তা করার চেষ্টা চালিয়ে যাবে।

তুরস্কের প্রেসিডেন্ট জানান, তার দেশ নতুন করে শরণার্থীদের ঢল সামলাতে পারবে না। তিনি বলেন, সিরিয়ায় মানুষের মর্যাদা রক্ষা করা দেশ হিসেবে আমাদের নতুন করে শরণার্থীদের ঢল সামলানোর মতো উপায় বা ধৈর্য নেই।

কর্তৃপক্ষ জানায়, তুরস্কে এক লাখ ৮২ হাজার নিবন্ধিত আফগান শরণার্থী রয়েছে। দেশটিতে অনিবন্ধিত আফগান শরণার্থীর সংখ্যা এক লাখ ২০ হাজার। বর্তমানে তুরস্কে ৪০ লাখেরও বেশি শরণার্থী রয়েছে। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে যাওয়া লোকের সংখ্যাই বেশি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন