ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড

  26-04-2024 11:53PM

পিএনএস ডেস্কইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এ বিষয়ক একটি চুক্তির অনুমোদন দিয়েছে একটি সুইস পার্লামেন্টারি কমিটি।

পার্লামেন্টে প্যাকেজটি ৮-৫ ভোটে পাশ হয়। তবে ডানপন্থি দলগুলো চুক্তিটির বিরোধিতা করেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সুইস সেনাবাহিনী ও ইউক্রেনের জন্য এক হাজার ১০০ কোটি সুইস ফ্রাঙ্কের একটি অতিরিক্ত তহবিল প্যাকেজের অনুমোদন দিয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষের নিরাপত্তা কমিটি। এই প্যাকেজে একটি অংশে ইউক্রেনের জন্য বরাদ্দ তহবিলটি অন্তর্ভুক্ত ছিল।

এক বিবৃতিতে সুইস পার্লামেন্ট বলেছে, মালটি-বিলিয়ন ডলারের এই প্যাকেজ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সুইজারল্যান্ডের নিরাপত্তা এবং ‘ইউরোপে শান্তির’ জন্য অনন্য অবদান রাখবে।

বিবৃতিতে বলা হয়েছে, প্যাকেজের অন্তর্ভুক্ত ইউক্রেনের অংশটি ইউক্রেনীয়দের বেঁচে থাকার জন্য নিত্যপ্রয়োজনীয় অবকাঠামোর পুনর্গঠন এবং মেরামত করতে সহায়তা করবে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন