এবার স্পেনে ‘ওমিক্রন’ শনাক্ত

  01-12-2021 02:43AM



পিএনএস ডেস্ক: বিশ্বের ১৩টি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশির ভাগ সম্প্রতি দক্ষিণ আফ্রিকা বা অন্য কোনো দেশে গিয়েছিলেন। ওমিক্রন শনাক্ত হওয়ার পরই এর প্রভাব ও ভয়াবহতা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। ওমিক্রন টিকার সুরক্ষা ভেদ করতে পারে— এমন উদ্বেগ থেকে অনেক দেশ দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।

স্পেনে প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। দেশটির মাদ্রিদে গ্রেগোরিও মারানিয়ন হাসপাতালে ওমিক্রন ভেরিয়েন্টের প্রথম কেস নিশ্চিত করেছে। একান্ন বছর বয়স্ক ওই ভদ্রলোক ২৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফর শেষে স্পেনে ফিরেছেন বলে জানা যায়। বুধবার আফ্রিকার বোতসোয়ানায় করোনার নতুন ধরণটি শনাক্ত হয়।

এছাড়া দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়ায়ও ধরনটির সন্ধান মিলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে। ধারণা করা হচ্ছে, করোনার আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। তবে ওমিক্রন করোনার অন্য ধরনের তুলনায় কম নাকি বেশি মারাত্মক, তা এখনো নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন